বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের চুড়িপট্টির দোকান কর্মচারী রাজিম হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকতা এসআই এমরানুর কবীর।

অভিযুক্ত আসামিরা হলেন, শহরের পূর্ববারান্দীপাড়া মোল্যাপাড়া বাঁশতলা এলাকার আজহার আলী পায়েল, আব্দুল কাদের রায়হান, শিমুল গাজী, বারান্দী মোল্যাপাড়ার ইয়ামিন ও ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার রায়েব সিদ্দিক।

মামলার অভিযোগে জানা গেছে, রাজিম শহরের চুড়িপট্টির একটি দোকানে কাজ করে জীবীকা নির্বাহ করতেন। আসামিরা তার বন্ধু। ঘটনার কয়েক বছর আগে একটি পিকনিকে আসামিদের সাথে খাওয়া-দাওয়া নিয়ে রাজিমের বিরোধের সৃষ্টি হয়।

এ ঘটনা নিয়ে রাজিমকে মারতে আসামিরা কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়। ২০২৩ সালের ৯ নভেম্বর রাত ৮ দিকে আসামিরা রাজিমকে দোকান থেকে ডেকে পাশের গলির জাহিদ এন্টারপ্রাইজের সামনে নিয়ে গিয়ে তার উপর অতির্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাতে জখম করে।

রাজিমের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা ঝুমঝুমপুর প্রাইমারি স্কুল মোড় এলাকার বাদল বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।

এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই ৫ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ৫ জনকে আটক দেখানো হয়েছে।

Share.
Exit mobile version