বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হোসেনকে গার্ড অব অনার এবং জানাজা শেষে চৌগাছা উপজেলা মশ্মমপুর গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বিমান অফিস সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন তার জানাজায়। এছাড়াও মরহুমের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদার, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, জেলা ন্যাপের সভাপতি মাস্টার নূর জালাল, জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান বাবু, মারুফ হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহামুদ হাসান বিপু, যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান বাবলু প্রমুখ। বুধবার দুপুরে শহরের পুরাতন কসবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন আবুল হোসেন।
##

Share.
Exit mobile version