রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী (২৭) হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
১৩ জানুয়ারি শনিবার ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় নারী পুরুষসহ এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাকলীর ভাই ও ব্যবসায়ী খলিল ভূইয়া। বক্তব্য রাখেন নিহত গৃহবধূ কাকলীর পিতা ও মামলার বাদী ইসমাঈল মিয়া মামুন, ভাই শহিদ মিয়া, মামা মজিবুর রহমান, বোন উম্মেহানি, বোন জামাই এডভোকেট শফিকুল ইসলাম সুমন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূইয়া, আক্তার হোসেন, ছাদেক আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেফতারে পুলিশের ভূমিকা রহস্যজনক। অবিলম্বে আসামিদের গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতায় অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কাকলী হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় কাকলীর পিতা ইসমাঈল মিয়া (মামুন) বাদী হয়ে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা (৩২), শ্বশুর আব্দুল গণি মোল্লা (৫৮), শাশুড়ী শাহিদা বেগম (৫২), ননদ সিমা বেগম (২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেনকে (৪৮) আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
শিরোনাম:
- যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২
- বিজয় দিবস উপলক্ষে যশোরে জামায়াতের আলোচনা সভা
- রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কারও দয়ার দান নয় : নার্গিস বেগম
- মাটি-চুন, চক পাউডার ও টাইলসের ডাস্ট দিয়ে তৈরি হতো দস্তা সার
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : যশোরে দু’দিনে আটক-৩৮
- নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুল : সাতক্ষীরায় ধানের শীষের প্রচারণায় প্রার্থী কাজী আলাউদ্দিন
- সাতক্ষীরায় সড়কে ত্রিমুখি সংঘর্ষ মা ও ছেলে নিহত, আহত-৬
- ‘আমার ভাবনায় বাংলাদেশ’—জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা শুরু

