বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খবির গাজী দিনব্যাপি নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে লাঙ্গল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সদর উপজেলার হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে যান।
এ সময় তিনি হৈবতপুর, তড়িতদাহ, কাশিমপুর, মাহিদিয়া ও বিরামপুর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় লাঙ্গল মার্কার লিফলেট বিতরণ করেন ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। একই সাথে এলাকার উন্নয়নে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে খবির গাজী বলেন, “যশোরের মানুষের ভাগ্য উন্নয়নে এবং পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে লাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের কৃষকদের সমস্যা সমাধান ও অবহেলিত জনপদগুলোর অবকাঠামো উন্নয়নে কাজ করব।”
দিনব্যাপি গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও যুবসমাজের ব্যাপক উপ¯ির পাশাপাশি ভোটারদের পক্ষ থেকেও লাঙ্গল প্রতীকের প্রার্থীর প্রতি ইতিবাচক সাড়া পাওয়া যায়।
এসব গণসংযোগ ও পথসভায় খবির গাজীর সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
