বাংরার খেলা
লা লিগায় জামাল ভূঁইয়ার উপস্থিতি নতুন কিছু নয়। ২০১৯ সালে স্প্যানিশ লিগটির ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। এবার লা লিগার আমন্ত্রণে স্পেনে গিয়ে লিগের অন্দরমহলে ঘুরলেন জামাল।
মাদ্রিদে লা লিগার প্রধান কার্যালয় পরিদর্শন এবং মেত্রোপলিতানোয় গিয়ে আতলেতিকোর ম্যাচ দেখেছেন তিনি। দেখা করেছেন সেখানে থাকা বাংলাদেশি ভক্ত–সমর্থকদের সঙ্গেও। লা লিগা ভ্রমণের নানা মুহূর্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জামাল।
মঙ্গলবার মাদ্রিদে পা রাখার পর এক ভিডিও বার্তায় জামাল জানান, লা লিগার আমন্ত্রণে আতলেতিকো–হেতাফে ম্যাচ কাভার করতে সেখানে গেছেন তিনি। লা লিগায় আতলেতিকো–হেতাফে ম্যাচের ভেন্যু ছিল মেত্রোপলিতানো। ম্যাচের দিন লা লিগা স্টুডিও এবং মেত্রোপলিতানো স্টেডিয়ামের ভেতর থেকে একাধিক ভিডিও পোস্ট করেন জামাল। গ্যালারিতে আতলেতিকোর গোলের সময় উল্লসিতও হতে দেখা যায় তাঁকে। ম্যাচে হেতাফের সঙ্গে ৩–৩ ড্র করেন আঁতোয়ান গ্রিজমান–আলভারো মোরাতারা।
জামালের লা লিগা ভ্রমণের আরেকটি অংশ ছিল ‘লেজেন্ডস’ নামের সংগ্রহশালায় গমন। মাদ্রিদের পুয়ের্তা দেল সোলে অবস্থিত লেজেন্ডসকে বলা হয় ‘হোম অব ফুটবল’। এখানে বিশ্ব ফুটবল ইতিহাসের পাঁচ হাজারের বেশি গুরুত্বপূর্ণ সংগ্রহ রয়েছে। যার মধ্যে গত ১০০ বছরের মধ্যে হওয়া ফিফা, উয়েফা, কনমেবল, অলিম্পিক গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের স্মারক সংরক্ষিত আছে। লেজেন্ডসে বাংলাদেশি ভক্ত–সমর্থকদের সঙ্গেও দেখা করেন জামাল।
এ ছাড়া মাদ্রিদে লা লিগার প্রধান কার্যালয়েও যান জামাল। লা লিগা থিমে তৈরি লা লিগা টোয়েন্টিনাইনস রেস্টুরেন্টের খাবারের স্বাদও নেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক।
আগামীকাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। কিন্তু জামাল ভূঁইয়া আছেন অন্য দেশে।
২০১৩ সালে জাতীয় দলে অভিষেকের পর ২০১৪-১৫ মৌসুমে শেখ জামালের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছিল তাঁর। সেই থেকে এই প্রথম দেশের শীর্ষ লিগে নেই তিনি। শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে গত আগস্টে জামাল নাম লিখিয়েছেন আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে।
শিরোনাম:
- দখলদার উচ্ছেদ ও নদী সংস্কারে করণীয় নির্ধারণে মতবিনিময়
- অবিস্মরণীয় ব্যক্তিত্ব তরিকুল ইসলাম
- বিএনপি অসাম্প্রদায়িক দল : অ্যাড. মোমরেজুল
- সাতক্ষীরায় বিএনপির প্রার্থী হাবিব-রউফ-কাজী-আলাউদ্দীন ও মনির
- বিআরটিএ সাতক্ষীরা সার্কেল : গত অর্থ বছরে রাজস্ব আয় ১৯ কোটি টাকা
- শ্যামনগরে প্রভাবশালীর রোষানল থেকে বাঁচতে দিনমজুর পরিবারের মানববন্ধন
- চৌগাছায় প্রাথমিক শিক্ষাকে ধ্বংসের পায়তারা ফ্যাসিবাদপন্থী শিক্ষকদের
- অসময়ের তরমুজ চাষে সাফল্য খলিলের

