নড়াইল প্রতিনিধি
‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কার্যালয়ের বিশেষ প্রতিনিধি মুক্ত রহমান।
গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক হাজার শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সংগঠনের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দ্যিালয়ের কোষাধ্যক্ষ ও নড়াইল জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম সালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, সিনিয়র শিক্ষক মুরাদ উদ দৌলা, সরদার আব্দুল হাই, ইউপি সদস্য জিরু গাজী, সংগঠনের উপদেষ্টা বিল্লাল হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের লোহাগড়া শাখার সাধারণ সম্পাদক আল ইমরান শেখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version