বাংলার ভোর প্রতিবেদক
নতুন বছরের প্রথম দিনে যশোরের স্বাস্থ্য সচেতন মানুষের জন্য উদ্বোধন করা হয়ছে মেধা জিম নামে অত্যাধুনিক ও মানসম্মত এক প্রতিষ্ঠানের।

যশোর শহরের প্রাণকেন্দ্র রেল রোডের মোর্শেদ প্লাজার চতুর্থ তলায় আত্মপ্রকাশ করা শীততাপ নিয়ন্ত্রিত সুবিশাল এ জিম সেন্টারকে সাজানো হয়েছে, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত বিদেশি বিভিন্ন মেশিনারিজ ও শরীর চর্চার নানাবিধ উপকরণ দিয়ে। বুধবার বিকেলে উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শরীর চর্চা জগতের অন্যতম মডেল শেখ জামাল উদ্দিন, দৈনিক বাংলার ভোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এইচএম আহসান বিপ্লবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেধা জিম সেন্টারের কর্তৃপক্ষ জানান, শরীর চর্চা ফলে অনেকটাই নিরোগ জীবন পাওয়া যায়। যশোরে সেই শরীর চর্চার আধুনিক প্রতিষ্ঠানের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, বর্তমান সময়ের তরুণদের শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে এবং বিভিন্ন বয়সের মানুষের নানাবিধ শারীরিক সমস্যা সম্পর্কে সচেতন ও সেবা দেয়ার মানসেই এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version