বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা মানববন্ধন করেছে। বুধবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সহ-সভাপতি আজিজুল আলম মিন্টু, আলাউদ্দিন, সালাউদ্দিন, আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শাহানুর রহমান, জামাল হোসেন লাবু, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ কুটি, মাসুম রানা, সৈয়দ লিটন, নিজামুদ্দিন বাবলু, আরিফ হোসেন জনি প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনের নামে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version