বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের শার্শায় কবরস্থান মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ টি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা দুইটার দিকে উপজেলার গোগা ইউনিয়নধীন গোগা (বাগানপাড়া) একটি কবরস্থান থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক নামে এক ব্যক্তি তার পিতার কবর জিয়ারত করার জন্য গেলে কবরের ভেতর দুটি বালতিতে লাল ও কালো কসটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে শার্শা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেন।

ককটেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বাংলার ভোরকে জানান, রবিবার দুপুরে ককটেল গুলো উদ্ধার করা হয়েছে, কে বা কারা ককটেল গুলো রেখেছে তা সনাক্তের চেষ্টা চলছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে বলে তিনি জানান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version