বেনাপোল সংবাদদাতা

যশোর জেলার শার্শা উপজেলাধীন ২নং লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

জানা গেছে, রোববার মধ্য রাতের কোন এক সময় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি পিতার বসত ভিটার উঠানে আম গাছের সহিত গলায় ফাঁস দিয়ে এই আত্মহননের পথ বেছে নেয়।

স্থানীয়রা জানান, আগে থেকে নামসিক ভারসাম্য হারানো ওই যুবককে প্রায় ৮ মাস আগে পরিবার বিয়ে দেয়। কিন্তু মাস খানেক আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়া তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। সে কারণেই হয়যোত তিনি আত্মহত্যা করতে পারেন।

আত্মহত্যাকারী হাবিবুরের পিতা হযরত আলী বলেন, রাতে খাওয়ার পর হাবিবুর তার ঘরে ঘুমাতে যায়। পরে ভোর ৫টার দিকে ঘুম থেকে জেগে বাইরে এসে দেখি, হাবিবুর বাড়ির উঠানে আমগাছের সাথে সুতার তৈরি ফিতা জাতীয় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.
Exit mobile version