শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় ভ্যানরিক্সা চালকদের গুম, খুন, অপহরণ ও নৈরাজ্যকারিদের শাস্তির
দাবিতে রিক্সা-ভ্যান শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

বুধবার বেলা ১১ টার দিকে শার্শা উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিকদের উদ্যোগে নাভারন হতে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা সামনে গিয়ে মিছিল শেষ হয়। এতে শত শত রিক্সা-ভ্যান শ্রমিক অংশগ্রহণ করেন।

মিছিলে বক্তারা বলেন, শ্রমিকরা একের এক গুম হয়ে হত্যাকাণ্ডের শিকার হলেও খুনিরা ধরাছোয়ার বাইরে থাকছে। এসব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের করে ফাঁসি দেয়ার দাবি জানান তারা।

প্রসঙ্গত, গত ৬ অক্টোম্বর শার্শার উলাশী ইউনিয়নের উলাশি গ্রামের আব্দুল আজিজের ছেলে ভ্যান চালক মাসুম বিল্লাহ নিখোঁজ হোন। এর চারদিন পর তার অর্ধগলিত মরদেহ পার্শ্ববর্তি ঝিকরগাছার একটি পরিত্যক্ত ভবনে পাওয়া যায়। এর পর গত ১০ অক্টোবর শার্শার গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে আব্দুল্লাহ নিখোঁজ হোন। মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধারের তিনদিন পর আব্দুল্লাহর মরদেহ কাজির বেড় এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version