সাড়াতলা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সভাপতি আবুল হাসান জহির, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক আশরাফুল আলম বাবু,সালাউদ্দিন আহম্মেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, কেন্দীয় ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version