শালিখা সংবাদদাতা
শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩ টায় বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপি সভাপতি কাজী সালিমুল হক কামাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
সভায় সভাপতিত্ব করেন গোবিন্দ চন্দ্র বিশ্বাস,আহ্বায়ক, শালিখা উপজেলা পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট।
জনসভায় বক্তারা বলেন, এলাকায় উন্নয়ন, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজী সালিমুল হক কামালের বিকল্প নেই উল্লেখ করে মাগুরা-২ আসনে তার মনোনয়ন নিশ্চিত করার দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কাজী সালিমুল হক কামাল বলেন, অতীতেও আপনারা আমার সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। মাগুরা-২ আসনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে, বেকারত্ব দূর করতে যে কাজগুলো প্রয়োজন সেগুলো বাস্তবায়ন করতেই আমি কাজ করবো।
