নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ভাতিজাকে শাসন করায় কুপিয়ে মেহেদী মুন্সি নামের (৩৫) এক কৃষকের পায়ের রগ কেটে দেয়াসহ কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আজ(শনিবার) সকালে লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামে হামলার শিকার হন মেহেদী মুন্সি। তিনি কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ও তার স্বজনরা জানান, কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের মেহেদী মুন্সির বড় ভাই মাহাবুব মুন্সির ছেলে ফাহিম দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ নানা অপকর্ম করে আসছিলেন। ফাহিমের বখাটেপনায় অতিষ্ঠ হয়ে গত শুক্রবার রাতে মেহেদী ভাতিজা ফাহিমকে শাসন করতে গিয়ে লাঠি দিয়ে একটি বাড়ি দেন।
এর জেরে ফাহিম শনিবার সকালে তার কয়েক সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মেহেদীর ওপর হামলা চালায়। এ সময় তার বাম পায়ের রগ কেটে দেয়াসহ এলোপাথাড়ি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
পরে স্বজনরা মেহেদীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায় বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share.
Exit mobile version