ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় এক কলেজ শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের ঘটনায় থানায় মামলার পর পুলিশ অভিযুক্ত ধর্ষক মেহেদী হাসান @ সজল (২৪) গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। ধর্ষক সজল উপজেলার কৃর্তীপুর পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ধর্ষিতা নিজেই বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।

থানার এজাহার সূত্রে জানা যায়, বাদী এবং তার স্বামী একই কলেজের শিক্ষার্থী। শিক্ষার্থী হওয়ার কারণে তারা বিয়ের বিষয়টি গোপন রাখেন। এদিকে বাদীর মা পৃথক থাকার কারণে তিনি মাঝে পাশর্^বর্তী গ্রামের মায়ের সাথে দেখা করতে যেতেন। এবং তার বিয়ের বিষয়টি তার মাকে জানান এবং মায়ের বাড়িতে নিজ স্বামীকে নিয়ে যেতেন মাঝে মাঝে। এর মাঝে গত ৯ সেপ্টেম্বর বাদীর মায়ের বাড়িতে তার স্বামী রাতে আসেন এবং গভীর রাতে চলেও যান। এরপর ওইদিন ভোরে আসামি বাদীকে ফোন করে তার স্বামীর সাথে তার অন্তরঙ্গতার ঘটনা প্রকাশ করে দেয়ার হুমকি দিয়ে দরজা খুলতে বাধ্য করে। এ সময় তিনি দরজা খোলার সাথে সাথে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার বিষয়ে কাউকে জানালে বাদীর বিয়ের খবরসহ স্বামীর ক্ষতি করবে বলে হুমকি দিয়ে চলে যায়। বাদী বিষয়টি  সকালে তার মা ও স্বামীকে অব্যাহতি করে থানায় এজাহার দাখিল করেন।

থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ও তদন্ত পরিদর্শক ইব্রাহীম আলী বলেন, শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের ঘটনায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি এজাহার হয়েছে। এজাহারের উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলা নং ০৬, তারিখ-১১/০৯/২০২৪ খ্রি.।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version