সাতক্ষীরা সংবাদদাতা
শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিয়ে প্রতিরোধে সাতক্ষীরায় মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক কর্মসূচির আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি লে. সাব্বির আহমেদ, সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদসহ অন্যান্যরা।

Share.
Exit mobile version