বাংলার ভোর প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তা দ্রুত কার্যকরের দাবিতে সোমবার সন্ধ্যায় যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। এই রায়ে সন্তোষ প্রকাশ করে মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।
এদিন সন্ধ্যা পেরিয়ে মিছিলটি যশোর ঈদগাহ ময়দান থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই”, “স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না”, এবং “শেখ হাসিনা আসবে, ফাঁসির দড়িতে ঝুলবে” ইত্যাদি স্লোগানে পুরো যশোর শহরকে উত্তাল করে তোলে।
মিছিল শেষে প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতে রেখে ফাঁসির রায় ঘোষণায় আমরা পুরোপুরি সন্তুষ্ট নন। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। অন্যথায় আমরা আবার রাজপথে নামতে বাধ্য হবো।
তিনি উল্লেখ করেন যে গত ১৭ বছর তারা নানা ধরনের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। আজকের রায়ে এনসিপি সন্তোষ প্রকাশ করে। তিনি অঙ্গীকার করেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদীদের জন্ম হতে দেয়া হবে না। তিনি প্রশাসনকে দ্রুত ছাত্রলীগ ও যুবলীগের কিছু সদস্যকে নানা অপকর্মের জন্য আটক করার আহ্বান জানান।
মিছিলে এনসিপির যুগ্ম সমন্বয়কারী মনিরুজ্জামান আজাদ, শহিদুল ইসলাম জাবী, সাজিদ সারোয়ার, গাজী কামরুজ্জামান হোসাইন, সালমা আক্তার আশা, সদস্য বুরহান উদ্দীন, ইঞ্জিনিয়ার আরিফ জামান, বাদল হোসেন, এস কে আসিফ সোহান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারুফ হোসেনসহ অন্য নেতৃবৃন্দ অংশ নেন।
