শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের বেড়িবাঁধ ও নদী ভাঙ্গন রক্ষার্থে শতাধিক মানুষ স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক, বরাবর সহ উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য উপজেলার সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেন। তিনি উক্ত বিষয়টি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য আটুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশারফ হোসেনকে নির্দেশ দেয়ার পর তিনি তদন্ত প্রতিবেদন ভূমি কর্তার অফিসে পাঠিয়েছেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নাইনটি পাইপে পানি উঠা নামার কারণে অধিকাংশ বেড়িবাঁধে ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক কারণে জোয়ারের পানি ও অস্বাভাবিকভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়ে জানমালের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে নাইনটি পাইপ অপসারণের নির্দেশ দেয়া হলেও নদী ভাঙ্গন এলাকায় নাইনটি পাইপ দ্বারা পানি উঠানামা অব্যাহত রয়েছে। এলাকাবাসী এ বিষয়ে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
শিরোনাম:
- লন্ডন ছেড়েছেন তারেক রহমান
- আজ শুভ বড়দিন
- তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : যশোর থেকে গেলেন অর্ধলক্ষাধিক নেতাকর্মী
- মণিরামপুরে ১২৮ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত
- যশোর-৫ জমিয়তকে ছেড়ে দেয়ায় মণিরামপুরে বিএনপির বিক্ষোভ
- মনিরামপুরে উপজেলা দিবসে চার গুণীজনকে সম্মাননা প্রদান
- যশোর-৫ ইকবাল আউট, রশীদ বিন ওয়াক্কাস ইন, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
- যশোর-৪ ও ৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ

