শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় পরিকল্পিতভাবে বোনকে হত্যা করায় ভাই সুবিচারের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

উপজেলার পূর্ব কাশিমাড়ী (ঝাপালী) গ্রামের হামজার আলী পাড় কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান, অফিসার ইনচার্জ শ্যামনগর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর করা অভিযোগে উল্লেখ করেছেন, বিবাদী একই গ্রামের কওছার আলী সানা (৫৩) আমার ভগ্নিপতি। তার বোন কহিনুর খাতুনকে ত্রিশ বছর আগে বিয়ে করেন এবং তাদের দুটি পুত্র ও দুটি কন্যা সন্তান রয়েছে।

এমতাবস্থায় আমার ভগ্নিপতি অন্য বিয়ে করেন। আমার বোনকে নির্যাতন করতে থাকেন। সম্প্রতি দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সুযোগে গত ৪ আগস্ট সকাল সাড়ে ৮ টায় ঘরের মধ্যে ফেলে উক্ত কওছার আলী আমার বোনকে বেপরোয়া মারপিট করে মারাত্মক জখম করে।

আমার বোনের সন্তান রাসেল গ্রাম্য ডাক্তার দেখালে ডাক্তার বলে মারা গেছে। বিষয়টি থানায় মামলা করার চেষ্টা করলে আমার ভগ্নিপতি তার ভাইদের সহযোগিতায় আমাদেরকে না জানিয়ে রাত সাড়ে ৯ টায় দাফন সম্পন্ন করেছে। এ ঘটনায় এলাকার সুধি মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করায় সুষ্ঠু সু-বিচারের দাবিতে ইউপি চেয়ারম্যান, থানা অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ জানিয়েছি।

Share.
Exit mobile version