শ্যামনগর সংবাদদাতা
মঙ্গলবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কৈখালী এস.আর. উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক নবনির্মিত সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন, শ্যামরগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share.
Exit mobile version