বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর জেলা পর্যায়ে পঞ্চমবার (২০১৯, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬) এবং খুলনা বিভাগীয় পর্যায়ে দ্বিতীয়বার (২০২৪ ও ২০২৬) শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ। শিক্ষাঙ্গনে তার দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগেরই স্বীকৃতি এই সম্মাননা।

১৯৯৪ সাল থেকে তিনি দেশের বিভিন্ন উপজেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করে আসছেন। সরকারি নিয়মিত দায়িত্বের পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে নানামুখী কার্যক্রম গ্রহণ করে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তার কর্মকালীন সময়ে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে শিক্ষার গুণগত মানে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু পাঠ্য শিক্ষা নয়-ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও বিজ্ঞান শিক্ষার চর্চা ও বিকাশেও তিনি ছিলেন সক্রিয় ও অগ্রণী ভূমিকার পথিকৃৎ। সহশিক্ষা কার্যক্রমকে শিক্ষার মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার উদ্যোগ ছিল অনুসরণীয় ও দৃষ্টান্তমূলক।

শিক্ষানুরাগী এই মানুষটি নিজ জন্মস্থানে নিজ উদ্যোগ ও অর্থায়নে বাবা-মায়ের নামে “আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রিম স্কুল” নামে একটি মানসম্মত স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেখানে আধুনিক ও গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

দীর্ঘ প্রায় ৩১ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করবেন। তবে সংশ্লিষ্টরা মনে করেন, চাকরি থেকে অবসর নিলেও শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে তার অবদান ও অনুপ্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে পথ দেখাবে।

শিক্ষা অঙ্গনে এএসএম জিল্লুর রশীদের এই অর্জন যশোর তথা খুলনা বিভাগের জন্য এক গর্বের অধ্যায়। তিনি ১৯৯৪ সাল থাকে বিভিন্ন উপজেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করে আসছেন। সরকারি রুটিন দায়িত্বের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে স্থানীয়ভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকেন যা স্থানীয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের কাছে প্রসংসনীয়। তার কার্যকালে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতি, বিজ্ঞান শিক্ষার চর্চা ও উন্নয়নে তার চেষ্টা ও উদ্যোগ অনুসরনীয়।

স্বাীকৃতিপ্রাপ্ত শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ বলেন, চাকরি জীবনের শুরু থেকে তারমধ্যে নিয়মনুবর্তিতা ছিলো। দায়িত্বে তার কোন ধরণের অবহেলা ছিলো না। সময়ের কাজ তিনি সময়ে করেছেন। কমলমতি শিক্ষার্থী ও দেশের স্বার্থে তিনি শিক্ষার উন্নয়নে দায়িত্ব পালন করেছেন। তারই স্বীকৃতি স্বরুপ তিনি পাঁচবার জেলা পর্যায়ে ও দুইবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। তার কাজের যথাযথ মূল্যায়ন ও সম্মান জানানোর জন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন বলেন, এএসএম জিল্লুর রশীদ একজন দায়িত্ববান শিক্ষা অফিসার। নিষ্ঠতা ও সততার সাথে তিনি দায়িত্ব পালন করেন। চাকুরি জীবনে সব স্টেশনে তার প্রশংসা রয়েছে। খুলনা বিভাগ ও যশোর জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বীকৃতি পেয়েছেন। তার কর্ম, যোগ্যতা ও গুণাবলি তাকে উপযুক্ত সম্মানে ভূষিত করেছে। তিনি গর্ব করার মত একজন অফিসার। সত্যিকারের একজন ভাল মানুষ।

Share.
Exit mobile version