বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বিশিষ্ট আইনজীবী, সংস্কৃতিজন প্রয়াত এ কে মঞ্জুরুল হকের নাগরিক স্মরণসভা হয়েছে। শুক্রবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে নাগরিক স্মরণসভা কমিটির আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তরা বলেন, ‘অ্যাডভোকেট এ কে মঞ্জুরুল হক নিভৃতচারী মানুষ ছিলেন। তার কর্মজীবন ও ব্যক্তিজীবনেও অসাম্প্রদায়িকমনা ছিলেন। নড়াইলের মানুষ হলেও এই যশোরে তিনি তাকে প্রতিষ্ঠিত করেছেন। প্রজ্ঞা সৃষ্টিশীল এই মানুষটি যশোরের আইনজীবী ও সাংস্কৃতিক মানুষের মধ্যে শ্রদ্ধাভাজন ও সর্বজনভাজন ছিলেন। তার মধ্যে আইনের জ্ঞান ছিলো প্রখর। সত্য ও সুন্দরের প্রতীক ছিলেন তিনি। সাহসী এই মানুষ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে লড়াই করেছেন অসাম্প্রদায়িক দেশ গড়ার। সাংস্কৃতিক চর্চায় অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে ঘুরে বেড়িয়েছেন যশোরসহ বিভিন্ন জেলায়। তিনি সব সময় যশোরের সাংস্কৃতিক অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন।


কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট জীবন রতন মিত্র, মহিলা পরিষদ নেত্রী হাবিবা শেফা, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, বাংলার ভোর পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপাঙ্কর দাস রতন, বামগণতান্ত্রিক জোটের নেতা জিল্লুর রহমান ভিটু, আমিনুর রহমান হিরু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, এ কে মঞ্জুরুল হকের বড় ছেলে অ্যাডভোকেট সোহেল শামিম আশিষ প্রমুখ। গত ৩০ আগস্ট শহরের বেজপাড়া বনানী রোডে নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version