বাংলার ভোর প্রতিবেদক
সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর শোকসভা গতকাল প্রেসক্লাব যশোরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, মহিদুল ইসলাম মন্টু সব সময় সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে আন্দোলন করেছেন। তিনি প্রকৃত ট্রেড ইউনিয়নিস্ট ছিলেন। কখনও মালিক পক্ষের সাথে আপোষ করেননি। সংকটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখেছেন। পেশাদার সাংবাদিকদের সাথে থেকেছেন আজীবন।
বক্তারা বলেন, মহিদুল ইসলাম মন্টু অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে কখনও অহমিকা প্রতিহিংসাবোধ ছিলনা। তিনি সর্বদা ছিলেন হাসিখুশি। বর্তমান সময়ে আর সেই ট্রেড ইউনিয়ন নেই। এখনকার সাংবাদিক নেতারা মালিকদের সাথে সখ্যতা গড়ে কাজ করেন। যে কারণে সাংবাদিকদের বেতন-ভাতা বাড়ে না।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ প্রমুখ। পরে মহিদুল ইসলাম মন্টুর স্মরণে দোয়া মাহফিল করা হয়।
শিরোনাম:
- মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
- মাগুরায় গরু চুরি অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বেনাপোলে শ্রমিক সংগঠনের দোয়া
- বাগআঁচড়ায় দুটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান: জরিমানা
- ওসমান হাদি ও জুলাই শহীদদের ন্যায়বিচারের দাবিতে যশোরে রোড মার্চ
- যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় পরশ-সাগর রিমান্ডে
- খালেদা জিয়া সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন : নার্গিস বেগম
- যশোরে সূর্যের দেখা মিললেও বেড়েছে শীতের তীব্রতা

