সাতক্ষীরা সংবাদদাতা

‘জুলাই গণঅভ্যুত্থান’ সাতক্ষীরার পাঁচ শহিদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল ১০ টায় শহরের কাটিয়াস্থ জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি সাইফুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কাউসার, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সামাজিক বনবিভাগের কর্মকর্তা প্রিয়াঙ্কা হালদার, সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন,

মুখপাত্র মোহিনী তাবাসসুম প্রমুখ। বক্তারা বলেন, জুলাই যোদ্ধারা বাংলাদেশকে বিশ্বের মাঝে নতুন করে পরিচিত করেছেন।

সাতক্ষীরার শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হচ্ছে। এই বৃক্ষের মাধ্যমে মানুষ শহীদ যোদ্ধাদের স্মরণ রাখবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version