সাতক্ষীরা সংবাদদাতা

মহাসড়কের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে সড়ক ও জনপথ বিভাগের নেতৃত্বে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে এ অভিযান শুরু করা হয়। সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে এ সময় সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, সাতক্ষীরা শহর থেকে ভেটখালী পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কের ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর আগে বার বার মাইকিং করে এবং নোটিশের মাধ্যমে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তারা তা সরিয়ে না নেয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তিনি আরো জানান, ইতোমধ্যে শহর থেকে ভেটখালী পর্যন্ত ৪ লেন সড়কের টেন্ডারও সম্পন্ন হয়েছে। সড়কের জায়গা উদ্ধারের পর বাকি কার্যক্রমও শুরু হবে।

এদিকে, ইটাগাছা এলাকার খোকন বিশ্বাসসহ অনেক দোকানদার অভিযোগ করে বলেন, এর আগে কোন নোটিশ তাদের দেয়া হয়নি। রাস্তার পাশে থাকা একটি স্কেভেটর মেশিনও ভেঙে দেয়া হয়েছে। মেশিনটি হস্তান্তরযোগ্য হলেও কোন সুযোগ না দিয়ে ভেঙে দেয়ায় ক্ষতিপূরণ দাবি করেন তিনি। এছাড়া রাস্তার ধারে বসবাসকারী গরিব মানুষগুলোও পড়েছেন চরম দুর্ভোগে। এমনকি ঘরে থাকা খাবারগুলোও সরিয়ে নেয়ার সুযোগ দেয়া হয়নি তাদের।

বিষয়টি নিয়ে ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের সাথে কথা বললে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version