শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত এলাকা থেকে ৫ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫ বোতল ভারতীয় মাদক এলএসডি এবং ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।
মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলার দেবহাটা সীমান্ত হতে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির সিগন্যালস্ অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদারের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে পাঁচ বোতল ভারতীয় এলএসডি (১০০ এমএল) এবং ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে।

যার মূল্য পাঁচ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা। উল্লেখ্য, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share.
Exit mobile version