সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কবির হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সহকারী প্রধান শিক্ষক (দিবা) ভারপ্রাপ্ত ওয়াহিদা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ, মমতাজ হোসেন, খোরশেদ আলম, মোস্তফা মনিরুজ্জামান, মো, আসাদুজ্জামান প্রমুখ। এ সময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থিত ছিলেন।

বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ।

Share.
Exit mobile version