সাড়াতলা সংবাদদাতা

সংসারের স্বচ্ছলতা আর সুখ আনতে স্বপ্ন পূরণের দেশ কুয়েত গিয়ে স্বজনদের কান্না হয়ে নিথর দেহে ফিরলেন যশোরের শার্শা উপজেলার ডিহি গ্রামের তবিবর রহমান তবি (৫৫)। গত ১২ জানুয়ারি সোমবার কুয়েতে মৃত্যুর ৮ দিন পর বুধবার সকালে কফিনে মোড়ানো তবির মরদেহ নিজ গ্রামের এসে পৌছায়।

এ সময় পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আর্তনাদ আর আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এ দিন বেলা ১১ টার সময় ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে সমাহিত করা হয়।

কফিনের সাথে আসা মরহুমের ছোট ভাই কুয়েত প্রবাসী জলিলুর রহমান জানান, তার বড় ভাই তবিবর রহমান তবি (৫৫) কুয়েতের জিলিপ স্যুইফ নামক স্থানে একটি কোম্পানিতে দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে কাজ করে আসছিলেন।

গত ১২ জানুয়ারি সোমবার দুপুরের দিকে কাজ করা অবস্থায় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর ৮ দিন পর মঙ্গলবার রাত ৮ টার ফ্লাইটে কুয়েত হতে বিমানে লাশের কফিন রাত ২ টার দিকে ঢাকা বিমানবন্দরে এসে পৌছায়। রাতেই বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে নিজ বাড়িতে আনা হয়।

উল্লেখ্য, তবিবর রহমান তবি প্রায় ২৫ বছর ধরে মালয়েশিয়া ও কুয়েতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।

তিনি ১ নম্বর ডিহি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আল আমিনের চাচাতো ভাই।

Share.
Exit mobile version