স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা
খুলনার পাইকগাছার গড়ইখালীতে বিশ্বখাদ্য কর্মসূচির অর্থায়নে সুন্দরবন উপকূলে ১ কোটি সাড়ে ২৮ লাখ টাকায় বেড়িবাঁধের সংস্কারের কাজ চলছে পুরোদমে।
সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যেই শিবসা নদীর ভাঙন কূলের এ প্রকল্পটির কাজ শেষ হবে।
জানা গেছে, দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরডি) প্রকল্পে উপজেলার গড়ইখালী ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের কুমখালীর খুদখালীর কানুর বাড়ি হতে গাংরক্ষি বাজার পর্যন্ত ২.১৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ৪.৮৮ মিটার প্রস্থ বেড়িবাঁধে সংস্কার কাজ শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশিলনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছেন গড়ইখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
সংশ্লিষ্টরা বলছেন, জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে যে কোন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস থেকে উপকূলের গড়ইখালী ইউনিয়নসহ কয়রা উপজেলার বেশ ক’টি গ্রাম ঝুঁকিমুক্ত থাকবে।
বাঁধ সংস্কারে স্বস্তি প্রকাশ করে শিবসা নদী কূলের কুমখালীর সুভাষ রায় ও দীপক কবিরাজসহ অনেকেই জানান, ইতোপূর্বে ঘূর্ণিঝড় বা দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে জায়গা-জমি নদীগর্ভে চলে যাওয়াসহ এলাকা প্লাবিত হয়ে বহু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কয়রার রাব্বী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফজাল হোসেন বলেন, গত ২ ডিসেম্বর প্রকল্পের শুরু হয়ে ৩১ জানুয়ারির মধ্যে শেষ হবে।
এদিকে চলমান প্রকল্পের কাজ পরিদর্শন শেষে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সুশীলনের পরিচালক সচ্চিদানন্দ বিশ্বাস, ডিআরআর কো-অর্ডিনেটর ইমরান হোসেন, মিল্কো খালিদ মাহমুদ, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আয়ুব আলীসহ সংশ্লিষ্ট প্রকল্প পিইসি কমিটির সদস্যরা।
এ বিষয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু দাবি করেন শিবসা নদী ঘেষা সুশীলনের এ প্রকল্পের সাথে ভাঙনকবলিত খুদখালীর জাইকা প্রকল্প পর্যন্ত বেড়িবাধ সংস্কার হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ গড়ইখালী, লস্কর, চাঁদখালী ইউনিয়ন ও কয়রার হড্ডাসহ একাধিক গ্রাম ঝুঁকিমুক্ত হবে।
