বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সংক্ষিপ্ত র‌্যালি শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। বাংলাদেশের স্থানীয় সরকার বিধি ব্যবস্থায় বেশ কিছু ক্ষত সৃষ্টি হয়েছে। এটা থেকে বেরিয়ে আসা এখন জরুরি। আমাদের আগামী প্রজন্ম যেন ভালো বাংলাদেশ পাই। চোর, চাটারমুক্ত বাংলাদেশ; যেখানে রাতে দরজা খুলে শান্তিতে নির্ভয়ে সব নাগরিকরা ঘুমাতে পারবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version