মাগুরা সংবাদদাতা
ফ্যাসিবাদী আগ্রাসনে চিরবিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মাগুরায় ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের পর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে শহীদ শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ চত্বর প্রদক্ষিণ করে ভায়নার মোড় গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, আজিজুর রহমান, রকিবুল ইসলাম, শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সেলিম, মার্শাল জিহাদ, মোহাম্মদ হোসাইন, রাজিব মোল্লা, ওসমান গনি সাঈদীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ছাত্র গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ড একটি নৃশংস ও জঘন্য ঘটনা।
এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
