বাংলার ভোর প্রতিবেদক

সোমবার বিকাল সাড়ে ৪টায় পৌর নাগরিক কমিটি যশোরের এক সভা মৈত্রী ভলান্টিয়ার্স’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হারুন অর রশিদ, অ্যাড. মাহমুদ হাসান বুলু, তসলিম-উর-রহমান, নাজিমউদ্দীন, মাহমুদ রেজা, শাহিন চৌধুরী, সাঈদ আহম্মেদ নাসির শেফার্ড, কাজী ইমদাদুল হক দুলাল, কামরুজ্জামান, শুকুর আলী, আনিসুজ্জামান লিটিন, রেজাউল ইসলাম, হাসান হাফিজুর রহমান, মীর কামাল আহমেদ, রফিকুল ইসলাম, ছমির উল্লাহ, সোরাব হোসেন প্রমুখ।

সভায় বক্তারা পৌরসভা কর্তৃক আন্দোলনের মুখে বাতিলকৃত সাবমার্সিবল বিল পুনরায় বহাল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিস্ট হাসিনার মেয়র হায়দার গণি খান পলাশ যে জনতার চাপে বাতিল করেছিল, প্রশাসক কিভাবে তা ফিরিয়ে আনলেন? জানুয়ারী মাসের ভেতর সাবমার্সিবল বিল বাতিল না করলে পৌরসভা অবরোধ করা হবে।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৩ জানুয়ারী দুপুর ১২টায় পৌরসভায় জমায়েত ও পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সকল পৌর নাগরিকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version