বাংলার ভোর প্রতিবেদক

ছয় চিকিৎসক ও তিন শিক্ষকের মা আকলিমা খাতুনসহ ৫ রত্নগর্ভা মাকে সম্মাননা দিয়েছে শেকড় যশোর। আকলিমা খাতুন যশোর জেলার মণিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের বাসিন্দা। শুধু আকলিমা খাতুন না সন্তানদের উচ্চশিক্ষা দান ও প্রতিষ্ঠিত করতে বিশেষ অবদান রাখায় সদর উপজেলার শেখহাটি গ্রামের জাহানারা বেগম, উপশহর এলাকার বেগম জাহানারা সিরাজ, যশোর শহরের ফজিলা বেগম ও মরণোত্তোর সম্মাননা পেয়েছেন সদর উপজেলার বালিয়াঘাট এলাকার বাসিন্দা নূরজাহান বেগম।

রোববার জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। শেকড় যশোরের সভাপতি ড. আঞ্জেলা গমেজের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী ফরিদা পারভীন, একুশে পদকপ্রাপ্ত যন্ত্রসংগীত শিল্পী গাজী আব্দুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব মা দিবস উদযাপন পরিষদ যশোরর আহ্বায়ক হাবিবা শেফা। এ সময় আরোও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান মিঠু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকার দাস রতন, সাবেক সভাপতি হারুন আর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব রওশন আরা রাসু।

এছাড়াও এদিন বিকালে মায়েদের নিয়ে বালিস বদল, ঝুড়ির মধ্যে বল ফেলা ও বেলুন ফাটানো খেলার আয়োজন করা হয়। এ খেলায় ৯ জন মাকে পুরস্কার দেওয়া হয়।

Share.
Exit mobile version