বাংলার ভোর প্রতিবেদক: যশোরে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৩শ গ্রাম ওজনের ৩২ পিস স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ সোমবার দুপুরে শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করে। আটকরা হলেন, যশোরের শার্শা উপজেলার বাসিন্দা শহিদুল ও সুমন হোসেন। পুলিশ জানিয়েছে আটক স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।


যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বিপুল পরিমাণ সোনার বার নিয়ে ঢাকা থেকে প্রাইভেট কারযোগে বেনাপোলে যাচ্ছে সোনা চোরাকারবারিরা এমন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তথ্য অনুযায়ী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট আসিফ সুইটসের সামনে অভিযান পরিচালনা করে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। ঢাকা থেকে বেনাপোলগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ ৩৭-০০৩১) গতিবিধি সন্দেহজনক হলে অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরানের নেতৃত্বে গাড়িটি তল্লাসি করা হয়। এ সময় প্রাইভেট কারের সিটের পিছন থেকে বিশেষ ভাবে কসটেপে মোড়ানো ৩২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩কেজি ৩শত ৫৬ গ্রাম। এ সময় যশোরের শার্শা উপজেলার বেনাপোল পুটখালী এলাকার বাসিন্দা শহিদুল্লাহ (৩০) ও শ্যামলাগাছি গ্রামের সুমন (২৮) নামে দুই যুবককে গ্রেফতার এবং পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Exit mobile version