বাংলার ভোর প্রতিবেদক:
মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন যশোর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) যশোর জিমনেসিয়ামে (ইনডোর) বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে এই জমজমাট প্রতিযোগিতা।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। যেখানে প্রতিটি দলে দুইজন করে খেলোয়াড় ছিলেন। এতে চারজন জাতীয় দলের মহিলা সদস্য মাধুর্য, মুগ্ধ, ঐশি ও কুয়াশা অংশ নেওয়ায় প্রতিযোগিতা এক ভিন্ন মাত্রা পায়।

শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষে অন্তু ও রাফি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সামি ও জাহিদ জুটি রানার্স আপ হয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অফ দ্যা টুর্নামেন্ট’ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সদস্য অন্তু।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ১২ হাজার টাকা প্রাইজমানি ও একটি ট্রফি এবং রানার্স আপ দলকে ৮ হাজার টাকা প্রাইজমানি ও একটি ট্রফি তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টের সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক জনাব পারভীন আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।

খেলা শেষে সভাপতির বক্তব্যে উপ-পরিচালক পারভীন আখতার মাদকের কুফল, সমাজে এর ভয়াবহ প্রভাব এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করে সুস্থ জীবনধারা অবলম্বনের আহ্বান জানান। বক্তব্যের পরে তিনি খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে ‘মাদকবিরোধী শপথ বাক্য’ পাঠ করান।

পরিশেষে, প্রধান অতিথি এবং সভাপতির হাত ধরে বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Share.
Exit mobile version