ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) রাত ৮ টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী।

পৃথক দুটি অভিযানে নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা ও নির্বাসকুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৬৫) এবং হাজিরবাগ ইউনিয়নেরসোনাকুড় গ্রামের বাসিন্দা তারিফ হোসেনকে (৪২) আটক করা হয়েছে।

বর্তমানে আসামিরা থানা হেফাজতে আছে।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা আছে এবং তাদের বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের আটক করা হয়েছে।

বেলা সাড়ে এগারোটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছিল।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version