বাংলার ভোর প্রতিবেদক জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়েছে। রোববার সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শরিফুল আলম খানের কাছে পরিবারের পক্ষ থেকে তাঁর দেহ হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন মরহুমের স্ত্রী মেরীনা আখতার, ভাই মোস্তফা কামাল ও কন্যা নিবেদিতা নার্গিস। মরদেহ হস্তান্তরের আগে সকাল সাড়ে ৯টায় মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ে প্রয়াত আজাদুল কবির আরজুর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেসিএফ’র মাঠ পর্যায়ের ৫২টি জেলার উর্ধতন কর্মকর্তা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত আজাদুল কবির আরজু’র প্রতি। জাগরণী চক্র ফাউন্ডেশনের ৪টি অঞ্চল ও ২৫টি জোন ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন- শিশু নিলয় ফাউন্ডেশন, চরকা পরিবার, সিএসপি, সিএইচপি, এনজিও যশোর, জেসিএফ’র সাবেক সভাপতি জন. এস বিশ্বাস, ইউনাইটেড ফাইনান্স, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র নির্বাহী পরিচালক ইমান আলী, স্বাধীন মহিলা সমিতি, জেসিএফ বিডি-১৭ প্রকল্প, মনিটরিং সেল, ব্যাংক এশিয়া, সুখি মহিলা উন্নয়ন সমিতি, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম, জেসিএফ ডিআরপি প্রকল্প, মৌমাছি স্কুল, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পরশমনি মহিলা উন্নয়ন সমিতি, গ্রীণ বাজার এবং জেসিএফ পরিবার। এদিকে, সোমবার বাদ আসর মরহুম আরজু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাগরণী চক্র ফাউণ্ডেশন। মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ের পাশের মাঠে ও নারীদের জন্য সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই দোয়া মাহফিলে সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। উল্লেখ্য, শনিবার দুপুর ১ টা ০৫ মিনিটে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে ৭২ বছর বয়সে ইন্তেকাল করে এ কর্মবীর।
শিরোনাম:
- সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন নিয়ে ধুম্রজাল
- যশোরের পাঁচ আসন : দলের ভেতর বিদ্রোহ, বেকায়দায় নেতারা
- হিন্দু-মুসলিম মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন চাইলেন অমিত
- খাজুরা বাজারে ধানের শীষের প্রচার মিছিল
- মাগুরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু
- যশোর-২ আসনে জামায়াতের নারী নেত্রীদের উপর হামলা
- আরজু’র দেহ যশোর মেডিকেল কলেজে হস্তান্তর
- যশোরে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে
