নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ সংসদীয় আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করার লক্ষে অভয়নগর উপজেলার
শ্রীধরপুর ইউনিয়নে আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জাতীয় পার্টি এ সভার আয়োজন করে। আজ (১৪ ডিসেম্বর) বিকেলে শংকরপাশা বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন জাপার সভাপতি নাজমুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর শিকদার, বাঘারপাড়া উপজেলা জাপার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরফদার, শ্রীধরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বাঘারপাড়া উপজেলা যুব সংগতি সভাপতি সুলাইমান শিকদার, কৃষক পার্টির সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মশিউর রহমান ও তরুণ পার্টির সভাপতি ইদ্রিস মোল্লাসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
শিরোনাম:
- সাংস্কৃতিক কর্মীদের সাথে অমিতের মতবিনিময়
- তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে যুবদলের শুভেচ্ছা মিছিল
- মণিরামপুরে খালেদা জিয়ার দোয়া মাহফিলে ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার
- যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলোনা গৃহবধূর
- অভয়নগরে ঘের চাষির মরদেহ উদ্ধার
- অভয়নগরে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ কোটি টাকা চাঁদাবাজি জনি ও তার পিতাসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট
- যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল, সম্পাদক সাদী
