অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে ভৈরব নদের ভেতর অবৈধভাবে গড়ে তোলা আরো ১০টি জেটি ভেঙে গুড়িয়ে দিয়েছে নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ।
আজ (বৃহস্পতিবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়া নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় মধ্যপুর গ্রামে নওয়াপাড়া ট্রেডার্স ও জয়েন্টের ঘাট, নওয়াপাড়া কাঁচা বাজার ঘাট, শংকরপাশা গ্রামে রফিক গাজীর ঘাট, ফেরিঘাট সংলগ্ন সেলিম ফারাজীর ঘাট, নওয়াপাড়া মহাশ্মশান সংলগ্ন মাস্টার ট্রেডিং ঘাট, চেঙ্গুটিয়া গ্রামে জয়েন্ট ট্রেডিং ঘাট, একই এলাকায় সরকার ট্রেডার্সের ঘাট, নওয়াপাড়া জুট মিল সংলগ্ন আকিজ ঘাটসহ নদীর জমিতে অস্থায়ীভাবে তৈরি করা কয়েকটি অবৈধ গাইড ওয়াল ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানের পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। এ সময় নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ, অভয়নগর থানা পুলিশ, নৌপুলিশের সহযোগিতায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ঘাটে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদে স্থানীয় সংসদ সদ্য এনামুল হক বাবুল ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে বক্তব্য দেয়ার পর নড়েচড়ে বসে সংশ্লিস্ট প্রশাসন। তারই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

Share.
Exit mobile version