মনিরামপুর প্রতিবেদক

শনিবার সকালে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মণিরামপুর আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। এ সময় তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্মার্ট কারিগর এবং তারাই উন্নত দেশ গড়ার নেতৃত্ব দেবে।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করেছে যা ব্যবহার করে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে।’

উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক মধুসূদন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির লিটন, নওয়াপাড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস, সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহ, হরিদাসকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিরাঞ্জন বিশ্বাস প্রসাদ, মণিরামপুর পৌরসভার কাউন্সিলর আদম আলী, বীর মুক্তিযোদ্ধা গৌর মল্লিক, আওয়ামী লীগ নেতা সুকৃতি রায়, প্রকাশ রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষক গৌতম কুমার সরকার।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version