মাগুরা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার বিভিন্ন অঞ্চলে গতকাল দিনভর গণসংযোগ করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
নির্বাচনি প্রচারণায় তিনি বলেন, ‘আশা করছি আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নির্বাচনকে সার্থক করে তুলবেন। আমি বিজয়ী হলে সবার কথা শুনবো। সবার পাশে থেকে সম্মিলিতভাবে মাগুরাকে এমন একটি অবস্থানে নিয়ে যাবো, যা দেশের মধ্যে মডেল হবে। আমার প্রাণপ্রিয় মাগুরার এই জনপদকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে।’
সাকিব আল হাসান আরেরা বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প দেখেন না।
সকালে শহরের শান্তিবাগে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহাবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমানসহ অন্যান্যরা।
এদিন দুপুরে তিনি পৌরসভার নিজনান্দুয়ালী ডিইউ স্কুল মাঠে এক পথসভায় যোগ দেন। এ সময় আরও বক্তব্য রাখেন মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল।
বিকেলে তিনি যোগ দেন হাজিপুর ইউনিয়নের ফুলবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায়। এখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু।
সন্ধ্যায় সাকিব বগিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আরেকটি পথসভায় যোগ দেন।
শিরোনাম:
- ধানের শীষের বিজয়ের লক্ষ্য বাগআঁচড়ায় উঠান বৈঠকে ও পথসভা অনুষ্ঠিত
- মুহূর্তে হাজারো মানুষের গণমিছিলে পরিণত অমিতের প্রচারণা
- সাতক্ষীরায় সেনা টহলের পর যুবকের মৃত্যু : মারধরের অভিযোগে এলাকায় চাঞ্চল্য, তদন্তের দাবি
- শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত যশোর উপহার দিতে চাই : ভিপি আব্দুল কাদের
- যশোরে নিত্যপণ্যের দামে চাপ
- জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল
- ঝিকরগাছায় নিখোঁজের পরদিন ভ্যান চালক পারভেজের লাশ উদ্ধার
