বেনাপোল সংবাদদাতা

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি গত রোববার (১৬ জুন) এবং বৃহস্পতিবার (২০ জুন) দুদিন চলাচল বন্ধ ছিল। গত রোববার (২৩ জুন) থেকে তা আবার চালু হয়েছে। ট্রেনটি কলকাতা থেকে রোববার সকাল ১০টা ৪০ মিনিটে বেনাপোল স্টেশনে পৌঁছায়। পরে খুলনার উদ্দেশে রওনা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে সপ্তাহে দুদিন চলাচল করে। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনটি এই রুটে দুই দিন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায়। ভারতীয় কর্তৃপক্ষ তাতে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি দেয়। প্রতিবছরই এ সময় ট্রেনটির চলাচল বন্ধ থাকে।

বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করা ‘বন্ধন এক্সপ্রেস’ ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে গত ১৬ ও ২০ জুন দুই দিন বন্ধ ছিল। রবিবার আবার চালু হলো। সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার দুদিন এ রুটে বন্ধন ট্রেনটি চলাচল করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে গত ১৬ ও ২০ জুন বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল। রোববার থেকে আবার চালু হয়েছে। যাত্রীরা যাতে দ্রুত গন্তব্যে যেতে পারে সেজন্য পুলিশ সদস্যরা আন্তরিক হয়ে কাজ করছে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version