ক্রীড়া ডেস্ক

পাকিস্তানে বাংলাদেশের গল্পটা সব সময় হতাশার। দীর্ঘ ২৩ বছরের ইতিহাসে যতবারই পাকিস্তানে খেলতে গেছে বাংলাদেশ ততবারই মন খারাপ করে ফিরতে হয়েছে। জয় না পাওয়ার হতাশা নিয়ে।
এবার সেই গল্পটা বদলে দেওয়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে জানিয়েছিলেন, এবারের সফরে বিশেষ কিছু করবেন তারা। আজ ১০ উইকেটের জয়ে সেই কথা রেখেছেন তারা। পাকিস্তানকে তাদের মাটিতে প্রথমবারের মতো কোনো সংস্করণে হারালো বাংলাদেশ। এর আগে তিন সংস্করণ মিলে ২০ ম্যাচের প্রতিটিতেই হেরেছিল বাংলাদেশ। ২১তম ম্যাচে এসে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। এমন স্মরনীয় জয় উৎসর্গ করে দিয়েছেন শান্ত। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন সেই সব বীরদের শ্রদ্ধা জানিয়ে জয়টি তাদের উৎসর্গ করেছেন বাংলাদেশের অধিনায়ক। ম্যাচ শেষে পুরুস্কার বিতরনী মঞ্চে শান্ত বলেছেন,‘ সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, জয়টা তাদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষকে টেস্টে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এমন ইতিহাস গড়ার দিনটা আবার শান্তর জন্যও বিশেষ এক দিন। ১৯৯৮ সালের এই দিনেই পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক। জয় পাওয়ায় ২৬তম জন্মদিনের আনন্দটা তাই দ্বিগুণ হয়েছে তার।

তিনি বলেছেন,‘আলহামদুলিল্লাহ জয় পাওয়ায় খুশি হয়েছি। এটি খুবই বিশেষ মুহূর্ত। গত রাতে আমার স্ত্রীর সঙ্গে কথা হলে সে বলেছিল কালকে (আজ) যদি জেত তাহলে দিনটা দুর্দান্ত হবে। আলহামদুলিল্লাহ আমি ভাগ্যবান। আমরা জয় পেয়েছি। আমাদের জন্য ঐতিহাসিক দিন।’

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version