কলারোয়া সংবাদদাতা
টানা বৃষ্টিতে কলারোয়া পৌরসভার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে এবং বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসতে পারেনি।
সরেজমিনে দেখা যায় যে, কলারোয়া আলিয়া মাদ্রাসা, বেত্রবর্তী আদর্শ বিদ্যালয়, কালারোয়া মডেল হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনের মাঠে পানি জমে থাকায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ক্লাশে ঢুকতে গেলে পুরোপুরি ভিজে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জমে থাকা পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এবং কলারোয়া পৌরসভার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ক্লাস পরিচালনায় ব্যাহত হতে পারে বলে আশাংকা প্রকাশ করেছেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ আলী। দ্রুত পানি সরানোর জন্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা করার জন্য কলারোয়া পৌরসভার মেয়র সহ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তিনি।
অন্যদিকে মানুষের জীবন- যাপন স্থবির হয়ে পড়েছে টানা বৃষ্টিতে। স্বাভাবিক কাজ কর্ম করতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন নিম্নআয়ের মানুষ। এছাড়াও কলারোয়া ফসলি জমিতে পানি উঠে যাওয়ায় ধানসহ মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
শিরোনাম:
- সন্তানের ত্বক-চুলের রঙ বিদেশিদের মত, স্ত্রীকে তালাক দিয়ে প্রবাসে স্বামী
- অপরাধের অভয়ারণ্য নওয়াপাড়া নৌবন্দর
- যশোরে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- মাগুরায় জুলাই শহীদ স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লিগ উদ্বোধন
- মাগুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- জলবায়ু ন্যায্যতার দাবিতে শ্যামনগরে নদীর চরে মানববন্ধন
- চাঁদা না দেয়ায় ঝিকরগাছায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
- জীবননগর জামায়াতের মহিলা সমাবেশে রুহুল আমিন
