কলারোয়া সংবাদদাতা
নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত নার্সরা।

রোববার দুপুরে কলারোয়া হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং একটি মহৎ পেশা। বিগত সরকার নার্সিং অধিদপ্তরে আমলাদের বসিয়ে নার্সদের অসম্মান করেছে। নার্সিং অধিদরের প্রতিটি পদে নার্সদের সুযোগ দিতে হবে। এ সময় নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করেন বক্তারা।

মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স পুুতুল শিকদার, বিলকিস বেগম, শাহানারা খাতুন, মঞ্জুয়ারা খাতুন, মাহফুজা নার্গিস, হাজেরা খাতুন, মঞ্জুয়ারা, উম্মে ফাতেমা তুজ জোহরা, রুপালি খাতুন, মোমেনা খানম, চন্দনা রায়, সেলিনা, নিলুফার ইয়াসমিন, রহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তারা হাসপাতালের সভাকক্ষে মতবিনিময়ে মিলিত হন।

Share.
Exit mobile version