বাংলার ভোর প্রতিবেদক
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আজাদুল কবির আরজুর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সামাজিক সংগঠন ভোরের সাথী। আজ সকাল ৮টায় এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভোরের সাথীর সভাপতি আকরামুজ্জামান রবির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্মৃতিচারণ করেন রফিকুল ইসলাম আরজু, রেজাউল ইসলাম ও হারুন অর রশীদ।

বক্তারা বলেন, যশোরে জন্মগ্রহণকারী আজাদুল কবির আরজু ছিলেন বাংলাদেশের অন্যতম গুণী ও মানবিক ব্যক্তিত্ব। তার সেবামূলক কর্মকাণ্ড যশোর শহরসহ দেশের বিস্তৃত অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতার পথ তৈরি করেছে। তিনি বিভিন্ন প্রান্তিক ও অবহেলিত শ্রেণির মানুষকে সমাজের মূল ধারায় প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছেন।

বক্তারা আরও বলেন, নারীদের জরায়ু ক্যানসারসহ জটিল রোগ থেকে রক্ষায় তিনি প্রায় এক লক্ষ নারীকে চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করেছেন। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অধ্যাপক শরিফ হোসেন শিক্ষা বৃত্তি চালু করেন, যা তার মানবকল্যাণমূলক চিন্তার অনন্য দৃষ্টান্ত।

আলোচকরা বলেন, আজাদুল কবির আরজু তার পুরো জীবন মানবসেবায় উৎসর্গ করেছেন। তার প্রতি সম্মান জানানো যশোরবাসীর নৈতিক দায়িত্ব।

শোক সভায় উপস্থিত ছিলেন বিএনপির জেলা সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ডা. আব্দুর রউফ, শহীদুল হক বাদল, শরিফুল আলম বুলু, ভোরের সাথীর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং পৌরপার্কে ব্যায়াম করতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।

শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Share.
Exit mobile version