কালিগঞ্জ সংবাদদাতা

সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ আরই আর এমপি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান। উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী শেখ মেহেদী হাসান সুমন, সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক ভবেশ চন্দ্র মৃধা প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠানে প্রত্যেকে নারী কর্মীকে ১ লাখ ২১ হাজার ৩শ’ ৭৩ টাকার চেক প্রদান করা হয়। ৪ বছরে উপজেলার ১২ ইউনিয়নের ১২৫ জন নারী কর্মীদের মধ্যে মোট ১ কোটি ৪২ লাখ ১২ হাজার ৮শ ৬১ টাকার সঞ্চিত অর্থের চেক প্রদান করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version