কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন (২৮) নামে এ কৃষককে গলাকেটে করে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কে কিভাবে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিহত আলমগীর উপজেণার শাহপুর গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে।

নিহতের স্বজনরা জানান, শনিবার বিকেলে গ্রামের মাঠে ঘাস কাটতে যায় আলমগীর। সন্ধ্যা পেরোনোর পর সে বাড়িতে না আসায় রাতে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়ে মাঠে গিয়ে দেখতে পায় তার গলাকাটা মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছে, আলমগীর কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। এমনকি কারো সাথে তেমন কোন দ্বন্দ্বও ছিল না। কারা তাকে হত্যা করেছে বুঝে উঠতে পারছে না।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version