কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাস টার্মিনালের উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল কাদের দফাদার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিমাই দেবনাথ ৪৯ ভোট পান। নির্বাচনে সহ-সভাপতি পদে বাদশা শেখ, সাধারণ সম্পাদক পদে ঠান্ডু মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মানবেন্দ্রনাথ দাস মিন্টু ও সাংগঠনিক সম্পাদক পদে বাবু আলী গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটে কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলোক বিশ^াস পান ৫২ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, প্রচার সম্পাদক পদে জুয়েল হাওলাদার, দপ্তর সম্পাদক পদে আশিশ চক্রবর্তী উজ্জল, কার্য-নির্বাহী সদস্য পদে শাহাবুদ্দিন ও আব্দুল আলিম।
ইউনিয়নের মোট ভোটার ১২২ জন। মঙ্গলবারের ভোটে ১৮ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১২ সালে ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন নামে রেজিস্ট্রেশন করা হয়। ইউনিয়নের এটি প্রথম উৎসবমুখর ভোট। ভোট দিতে পেরে শ্রমিকরা আনন্দিত।
শিরোনাম:
- রোটারি ক্লাব অব যশোর ইস্টের ৩৯তম অভিষেক ক্রিকেট সকলের ভালবাসার জায়গা : বিসিবি প্রেসিডেন্ট
- কমতির পথে সবজি-মাছ : স্বস্তিতে ক্রেতা
- হাদির মৃত্যুতে যবিপ্রবিতে গায়েবানা জানাজা, শনিবার ক্লাস পরীক্ষা বন্ধ
- বেনাপোল সীমান্তে বিক্ষোভ : হাদির খুনিদের ফেরত দিতে আলটিমেটাম
- ৮ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত স্বজন সমাবেশে অমিত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে পারিবারিক কার্ড চালু করা হবে
- স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: যবিপ্রবি উপাচার্য
- যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমির ভর্তি ট্রায়াল ফুটবলার হওয়ার স্বপ্ন ওদের চোখে-মুখে
- নিখোঁজের ২২ দিন পর সেই পুলিশ কনস্টেবলের খোঁজ মিলেছে পঞ্চগড়ে, তবে জীবিত নয়
