কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাস টার্মিনালের উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল কাদের দফাদার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিমাই দেবনাথ ৪৯ ভোট পান। নির্বাচনে সহ-সভাপতি পদে বাদশা শেখ, সাধারণ সম্পাদক পদে ঠান্ডু মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মানবেন্দ্রনাথ দাস মিন্টু ও সাংগঠনিক সম্পাদক পদে বাবু আলী গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটে কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলোক বিশ^াস পান ৫২ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, প্রচার সম্পাদক পদে জুয়েল হাওলাদার, দপ্তর সম্পাদক পদে আশিশ চক্রবর্তী উজ্জল, কার্য-নির্বাহী সদস্য পদে শাহাবুদ্দিন ও আব্দুল আলিম।
ইউনিয়নের মোট ভোটার ১২২ জন। মঙ্গলবারের ভোটে ১৮ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১২ সালে ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন নামে রেজিস্ট্রেশন করা হয়। ইউনিয়নের এটি প্রথম উৎসবমুখর ভোট। ভোট দিতে পেরে শ্রমিকরা আনন্দিত।
শিরোনাম:
- দেশের উন্নয়নে বিএনপির বিকল্প নেই : অমিত
- শার্শায় ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি জাহান আটক
- পাইকগাছায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুলের গণসংযোগ
- আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর হাতে রাইফেলসহ দুই সন্ত্রাসী আটক
- মাগুরায় শালিসি বৈঠকে হাতুড়িপেটা : নিহত ১
- সেনাবাহিনীর তত্বাবধানে ভবদহে নদী খনন শুরু : এলাকাবাসী উচ্ছ্বসিত
- চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত
