মাগুরা সংবাদদাতা:
মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কিশোরীদের প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান শরীয়াতুল্লাহ মিয়া রাজন।

এ ছাড়াও ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, দারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সবুর, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন কানন, ৫ নং দারিয়াপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম। খেলায় ধারাভাষ্যকার ছিলেন গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সাবেক সভাপতি শাহজাহান আলী লিটন। উপস্থিত ছিলেন গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মাস্টার সহ গণ্যমান্য ব্যক্তিগণ। খেলায় সিজিসিএম গোয়ালদাহ একাদশ ও চৌগাছী স্পোর্টিং একাদশ অংশ গ্রহণ করে। চৌগাছী স্পোর্টিং একাদশের পক্ষ থেকে অন্তিমা ১ টি গোল করে তাদের দলকে জয়ী করে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version